তেজপাতা এক ধরনের মসলা এই তেজপাতা রান্নার কাজে ছাড়াও আরো অনেক কাজে ব্যবহার করা যায় এই তেজ পাতার বিভিন্ন রকম গুনাগুন রয়েছে
- চুলের যত্নে তেজপাতায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ উপাদান কয়েকটি তেজপাতা গরম পানিতে সিদ্ধ করুন কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন শ্যাম্পু করার পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তেজপাতায় থাকা উপাদান ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্যহারে নিয়ন্ত্রণে রাখে যারা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন তাদের জন্যেও তেজপাতা বেশ উপকারী
- তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি ফিরিয়ে আনবে
- এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় অতিরিক্ত প্রসাবের সমস্যা কমায় তৈরিতে উদ্দীপক হিসেবে কাজ করে
- তেজপাতায় রয়েছে রুটিন অফ এসিড এই উপাদানগুলো হারকে মজবুত করে ও কোলেস্টরেলের মাত্রা কমিয়ে দেয়
- ব্যথা উপশম করে ক্যানসারের বিরুদ্ধে কাজ করে
- তেজপাতা এন্টি ব্যাকটেরিয়াল ও মাইক্রো ব্যাকটেরিয়াম উপাদান থাকায় এটি ক্ষত সারাতে দারুন ভাবে কাজ করে
সতর্কতাঃ
তেজপাতা গর্ভবতী মায়েদের প্রস্রাবের ইনফেকশন ঘটাতে পারে এছাড়া সার্জারি ঈদের দুই সপ্তাহ তেজপাতা খেতে নিষেধ করা হয় কারণ এটি স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে