হলুদ আমাদের বিভিন্ন খাবারের রঙের পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় হলুদের রয়েছে বিভিন্ন রকম গুনাগুন হলুদ আদি যুগ থেকে রূপচর্চায় ব্যবহার করা হয়
হলুদের গুনাগুন
মুখের রং উজ্জল করতে চাইলে মসুর ডাল ও কাঁচা হলুদ বেটে দুধের সর মিশিয়ে মুখে ও হাতে মাখতে হবে দুই ঘণ্টা পর ধুয়ে ফেলুন এবং এক মাস ধরে ব্যবহার করুন
ব্রণ নিরাময়ের জন্য সকালে খালি পেটে দুই টুকরো কাঁচা হলুদ ও দুইটা নিমপাতা একসঙ্গে মিশিয়ে খেলে ব্রণ সেরে যায় আবার দেহের রং উজ্জ্বল হয়
কৃমির সমস্যায় বয়সের তারতম্য অনুযায়ী 15 থেকে 20 ফুট কাঁচা হলুদের রস থেকে নিয়ে তাতে অল্প লবণ মিশিয়ে সকালে খালি পেটে সাত দিন খেতে হবে
হাঁপানি সমস্যা থাকলে হলুদ গুঁড়া ১ চামচ আখের গুড় ও খাঁটি সরিষার তেল ১ চামচ একত্রে ভালোভাবে মিশিয়ে জিব্বা দিয়ে দিয়ে মাঝে মাঝে কিছুটা আরাম হয়
তোতলামিতে
তোতলামি দেখা দিলে কাঁচা হলুদ ভালোভাবে রোদে শুকিয়ে গুঁড়া করে এক চামচ পরিমাণ নিয়ে এক চামচ ঘি দিয়ে ভেজে সারা দিনে দুই থেকে তিনবার খেতে হবে
চুলকানি নিরাময়ে
কাঁচা হলুদ বাটা নিমপাতা বাটা সঙ্গে কয়েক ফোঁটা সরিষার তেল মিশিয়ে গোসলের পূর্বে শরীরে লাগিয়ে একটু অপেক্ষা করে তিন থেকে চারদিন গোসল করলে চুলকানি চলে যাবে
ক্যান্সার প্রতিরোধে
আধুনিক গবেষণায় জানা গেছে কাঁচা হলুদের কার্কামিন নামক উপাদান এর ক্যান্সার নীরধি ক্ষমতা আছে প্রতিদিন অন্তত দুই বা তিন টুকরা কাঁচা হলুদ খেলে উপকার পাবেন
পেটের গোলমালে
1 টেবিল চামচ হলুদ গুঁড়া 1 চা চামচ সরিষার তেল একটি মাঝারি আকারের পেঁয়াজ প্রয়োজনমতো লবণ একত্রে ভাজি করতে হবে গরম ভাতের সঙ্গে তৃপ্তি সহকারে খেতে হবে অন্য কোন তরকারি খাওয়া চলবে না